সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
যোগত্য অর্জন পর্বে সহজ জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ইতালি। উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের টিকিট অর্জন করতে ব্যর্থ হয়েছিল আজ্জুরিরা। আর র্টুনামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় জার্মানরা। সেই ব্যর্থতা ভুলে কাতার বিশ্বকাপে দারুণ কিছু করতে মরিয়া দুই দলই। ঘরের মাঠে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল জোয়াকিম লো’র দল। স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে লিওন গোরেৎস্কা, কাই হাভার্ট ও ইকে গুন্ডোগান। অপর ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল ইতালি। গোল দু’টি করেন যথাক্রমে ডোমেনিকো বেরার্ডি ও সিরো ইম্মোবাইল। দল জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব শুরু করায় খুশি ইতালি কোচ রবার্তো মানচিনি। অন্যদিকে, প্রথম ম্যাচেই হোঁচট খেল স্পেন। গ্রিসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করল লুইস এনরিকের দল। ৩৩ মিনিটে আলভারো মোরাতার গোলে লিড নেয় স্পেন। কোকের পাস চেস্ট ট্র্যাপ করে ডানপায়ের শটে জাল কাঁপান এই অভিজ্ঞ স্ট্রাইকারটি (১-০)। তবে বিরতির পর পেনাল্টি থেকে লক্ষ্যভেদে গ্রিসকে ম্যাচে ফেরান আনাস্তাসিও বাকাসেতাস (১-১)। শেষ লগ্নে মিকেল সহজ সুযোগ হাতছাড়া না করলে স্পেন হারতে পারত।
ক্লাব ফুটবলের গোল করার ধারা দেশের জার্সিতেও অব্যাহত রবার্ট লিওয়ানডস্কির। শেষলগ্নে তাঁর লক্ষ্যভেদে হাঙ্গেরির বিরুদ্ধে হার বাঁচাল পোল্যান্ড। ম্যাচে একটা সময় দু’গোলে পিছিয়ে ছিল পোলিশরা। সেখান থেকে সিজোটফ পিয়াতেক ও কামিল জোজউইয়াকের গোলে সমতায় ফেরে পোল্যান্ড। তবে ৭৮ মিনিটে তৃতীয় গোল তুলে নেয় হাঙ্গেরি। এবার স্কোরশিটে নাম তোলেন উইলি ওরবান। তবে চার মিনিটের মধ্যেই দুরন্ত গোলে ৩-৩ করেন লিওয়ানডস্কি। দিনের অপর এক ম্যাচে চার বছর বাদে সুইডেন জার্সিতে ফের মাঠে নামলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। বৃহস্পতিবার জর্জিয়ার বিরুদ্ধে তাঁর পাস থেকেই গোল করে দলকে জেতালেন ভিক্টর ক্লসন।