পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
দাঁড়িয়ালা যুবগোষ্ঠী ও নেতাজি সঙ্ঘ গত ৭২ বছর ধরে এভাবে সারস্বত সম্মেলন করে আসছে। সন্ধ্যা ৬টা থেকেই মেলা বসে। সেই মেলা রাত ১১টা পর্যন্ত চলে। এবার মাঠে প্রায় ৩০০ থেকে ৩৫০টি সরস্বতী প্রতিমা আসছে। উদ্যোক্তাদের কাছে এমনই নাম জমা পড়েছে। বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের এনে সেরা প্রতিমা বাছাইপর্ব শুরু হয়। অনেকটা রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলে। পুরস্কার বিতরণ করতে করতে ভোর হয়ে যায়। এই অনুষ্ঠানে আশপাশ এলাকা থেকে প্রচুর মানুষজন জড়ো হন।ক্লাব সম্পাদক দেবজিৎ প্রামাণিক ও সভাপতি উত্তম প্রামাণিক বলেন, সোমবার আমরা ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো করি। পুজোর পাশাপাশি সামাজিক কাজকর্ম এবং সারস্বত সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার আমাদের পুজোর উদ্বোধন করেন সৌমেন মহাপাত্র মহাশয়। গত বুধবার শীতবস্ত্র ও কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি পুজো উপলক্ষ্যে অনুষ্ঠান মঞ্চে আসেন। প্রাক্তন মন্ত্রী অখিল গিরির প্রয়াত স্ত্রীর স্মৃতিতে আমাদের মঞ্চ করা হয়েছে। বৃহস্পতিবার ১০০ ছাত্রছাত্রীকে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।ক্লাবের উৎসব কমিটির কর্ণধার বিশ্বজিৎ মাইতি বলেন, আমাদের পুজোর মূল আকর্ষণ সারস্বত সম্মেলন। এই চত্বরে সরস্বতী প্রতিমা নিয়ে এতবড় প্রতিযোগিতার আসর কোথাও হয় না। এই অনুষ্ঠান দেখার জন্য প্রায় প্রত্যেক বাড়িতে আত্মীয়স্বজন হাজির হন। জমজমাট মেলা বসে। প্রায় ১০০টি পুরস্কার দেওয়া হয়। আমাদের পুজোর বাজেট প্রায় ১৫লক্ষ টাকা। তারমধ্যে সারস্বত সম্মেলনেই অধিকাংশ টাকা খরচ হয়। সময় যত গড়াচ্ছে সারস্বত সম্মেলন আরও জনপ্রিয় হয়ে উঠছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণ থেকেই আমরা এটা বুঝতে পারছি। আগামী দিনেও আমরা এটা চালিয়ে যাব।-নিজস্ব চিত্র