পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে আশ্রমটি রয়েছে। আশ্রমটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। ঋষিকৃষ্ণপুরম ও শময়িতা আশ্রমের সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা গত দু’দশকের বেশি সময় ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সেবামূলক নানা কাজ করে চলেছেন। শ্রী ঋষি কৃষ্ণজির ৮৪তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি আশ্রমের তরফে রক্তদান শিবির করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ফেব্রুয়ারির ৬ ও ৭ তারিখে দু’দিনের সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অঙ্কন ও বাণী প্রতিযোগিতার সূচনা হয়। ৪টি বিভাগের বসে আঁকো প্রতিযোগিতায় হয়। বাণী প্রতিযোগিতায় তিনটে বিভাগ ছিল। সন্ধ্যা ৭টায় বিচিত্রানুষ্ঠান হয়। ভক্তরা ছাড়াও শহরের বাসিন্দারা অনুষ্ঠান দেখতে ভিড় করেন। আজ, শুক্রবার সকালে গীতি আলেখ্যের অনুষ্ঠান হবে। আশ্রমের সন্ন্যাসী শ্রী উপাবর্তন ‘মহাজীবন’ প্রসঙ্গে বক্তব্য রাখবেন। এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দুপুরে বাউলের আয়োজন করা হয়। আশ্রমের সন্ন্যাসী শ্রী উপাবর্তন এদিন বলেন, আশ্রমের তরফে সারা বছর ধরে নরনারায়ণ সেবায় অন্ন, বস্ত্র দান করা হয়। এদিন মেডিক্যাল ক্যাম্প করা হয়েছিল। প্রভুজির নির্দেশিত পথে এই আশ্রম সেবামূলক কাজ করে চলেছে।-নিজস্ব চিত্র