কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, আজ শুক্রবার ভোরে হুগলি ও হলদি নদীর মোহনায় বন্দরের জেটির কাছে এক মৎস্যজীবীর জালে এই বিশালাকার শঙ্কর মাছটি ধরা পড়ে। সাত সকালে প্রথমে মাছটিকে দেখতে ভিড় জমান পথচলতি বহু মানুষ। এরপর সেটিকে স্থানীয় দুর্গাচক বাজারে ভগবতী মৎস্য আড়ৎ-এ আনা হয়। বাজার সূত্রে খবর, মাছটি ৪৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। ফলে হাসি ফুটেছে মৎস্যজীবীর মুখে।
জানা গিয়েছে, হলদিয়ার পাতিখালি এলাকার বাসিন্দা মতিলাল হাজরা সহ বেশ কয়েকজন মৎস্যজীবী বৃহস্পতিবার নৌকা নিয়ে হলদি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে তাঁদের জালে উঠে আসে এই বিপুলাকার শঙ্কর মাছটি। মৎস্যজীবী মতিলাল হাজরা বলেন, “শঙ্কর মাছ এমনিতেই খুব কম পাওয়া যায়। এত দিন যা পেয়েছি সব ছোট ছোট। এত বড় শঙ্কর মাছ আগে কখনও জালে ওঠেনি।”