কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
সূত্রের খবর, বৃহস্পতিবার প্রায় রাত ১২টা নাগাদ ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, বাড়ির একটি দেওয়ালও ভেঙে পড়ে। ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় নিতাই পাল (৬৫) ও মিনা পাল (৬০)-এর। এছাড়া, পরিবারের আরও তিন সদস্য গুরুতর জখম হয়েছেন।
আগুন লাগতে দেখেই ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে আসে পুলিস ও দমকলও। মৃতদের পাশাপাশি আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।