কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
বেলপাহাড়ী রেঞ্জের অফিস সংলগ্ন এলাকায় থাকার জন্য তিনটি তাঁবুর ব্যবস্থা করা হচ্ছে। তাঁবুতে থাকবে দু’টি খাট, দু’টি চেয়ার, টেবিল সেই সঙ্গে বায়ো টয়লেট। উদ্যোগ সফল হলে জেলার অন্যান্য পর্যটনস্থলেও তাঁবুতে থাকার ব্যবস্থা করা হবে। উনিশ সালে পর্যটকদের জন্য এখানে ছ’টি তাঁবুতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। করোনা মহামারীর সময়ে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার চালু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ঝাড়গ্রাম বনবিভাগের তরফে নতুন করে তাঁবুতে রাত্রিবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে। পর্যটকদের একটি বড় অংশ বেলপাহাড়ীতে বেড়াতে আসেন। এইবছর শীতের মরশুমেও বহু পর্যটক আসছেন। তাঁবুতে জঙ্গলের মধ্যে রাত্রিবাস চালুর জন্য জেলার পর্যটন ব্যবসায়ীরাও বারবার আবেদন করেছিলেন। দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র ঝাড়গ্রামের জঙ্গলেই পর্যটকদের তাঁবুতে থাকার ব্যাবস্থা হছিল। চব্বিশবছর আগে ঘাগড়া পর্যটনস্থলে তাঁবুতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার ফলে এই পর্যটনস্থল পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বনবিভাগের নব উদ্যোগকে জেলার পর্যটন ব্যবসায়ীরা স্বাগত জানাচ্ছেন। বেলপাহাড়ীর শাল পিয়ালের জঙ্গল, নদী, ঝর্না, পাহাড়ের মধ্যে তাঁবুতে রাত্রিবাসের রোমাঞ্চ বেলপাহাড়ীর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল। যদিও সেই উদ্যোগ সফল হয়নি। বর্তমানে জঙ্গলে পর্যটকদের নিজস্ব তাঁবু খাটিয়ে রাত্রিবাস করার অনুমোদন নেই। সরকারিভাবে তাঁবুতে রাত্রিবাস করার সুযোগ মিললে পর্যটক আরও বাড়বে। স্থানীয় বাসিন্দারাও আর্থিক ভাবে লাভবান হবেন। খাঁদারানি, ঘাগড়া, তারফেনি জলাধার সংলগ্ন স্থানে রাত্রিবাসের জন্য এখনও কোনও হোটেল, লজ কিংবা হোম স্টে নেই। সন্ধের পর পর্যটকদের ফিরে আসতে হয়। জঙ্গলে রাতের রোমাঞ্চ থেকে পর্যটকরা বঞ্চিত হন। বেলপাহাড়ী ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, বন বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সরকারি তরফে দু’ বার পর্যটকদের তাঁবুতে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছিল। যার জেরে পর্যটক সংখ্যা বেড়ে গিয়েছিল। পর্যটকরা আমাদের কাছে রাতে তাঁবুতে থাকার আবেদন করেন। এই উদ্যোগ এবার সফল হলে জেলার পর্যটন মানচিত্রের চেহারা বদলে যাবে। পর্যটন ব্যবসার প্রসার ঘটবে। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমর ইমাম বলেন, বেলপাহাড়ী রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় পর্যটকদের জন্য তাঁবুতে রাত্রিবাসের ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে তিনটি তাঁবুর ব্যবস্থা করা হবে। স্বল্প মূল্যে পর্যটকরা এখানে থাকতে পারবেন। জানুয়ারি মাসের শেষ থেকে পর্যটন বিভাগের ওয়েবসাইট অনলাইন আবেদন করা যাবে। এই উদ্যোগ সফল হলে জেলার অন্যান্য পর্যটনস্থলে তাঁবুতে রাত্রিবাসের ব্যবস্থা করা হবে। -নিজস্ব চিত্র