কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান বলেন, সারা বছর পড়ুয়ারা বইমুখী হয়ে থাকে। অথচ আমাদের স্কুলের পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী। তাদের সেই বিষয়গুলিতে উৎসাহ দিয়ে বেশি করে তুলে ধরার জন্য নাচ, গান, ছবি আঁকা, নাটক, ক্যুইজ প্রতিযোগিতা প্রভৃতি ইভেন্ট আয়োজন করা হয়েছে। এমনকী, এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করার জন্য বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়, টেকনো ইন্ডিয়া স্কুল সহ শহরের অন্যান্য বিদ্যালয়গুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে অংশগ্রহণ করেছে। আগামী কাল, শনিবার বিদ্যালয়ের প্রাক্তনীদের সমাবেশ ও আনন্দমেলা আয়োজন করা হয়েছে। মেলায় পড়ুয়ারা নিজেদের তৈরি হস্তশিল্প সামগ্রী বিকিকিনি করবে। সব মিলিয়ে স্কুলের ক্যাম্পাস এখন কার্যত চাঁদের হাট। ‘বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তনী’দের পক্ষে তারক বন্দ্যোপাধ্যায় বলেন, বার্ষিক অনুষ্ঠানের পাশাপাশি আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে প্রাক্তনীদের ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলন অনুষ্ঠান হবে।