কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সিউড়ি পুরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানারকম অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালকে পালনের সিদ্ধান্ত নিয়েছে পুরকর্তৃপক্ষ। তার শুরুটা ‘সিউড়ি উৎসবে’র সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হল। বুধবার শহরে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সিউড়ি উৎসবে প্রতিদিনই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনেই অনুষ্ঠান দেখতে নাগরিকদের ভিড় উপচে পড়ল। মেলা বসেছে। একদিকে চলছে সরকারি সবলা মেলা। অন্যদিকে চলছে সাধারণ মেলা। মেলাতেও ভালো ভিড় হচ্ছে। ফলে সবলা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিছুটা অতিরিক্ত লাভের মুখ দেখছেন।
এদিনের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘এই উৎসব দ্বিতীয় বর্ষে পা রাখল। শহরের মানুষ এই উৎসবের মধ্যে আনন্দ উপভোগ করুক। আমাদের সাংসদ ও বিধায়ক শহরের উন্নয়নের জন্য একচেটিয়া পরিশ্রম করছেন। আপনারাও আগামী দিনে তাঁদের একটু দেখবেন।’ উৎসব মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের এই বক্তব্য আগামী বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন গান গেয়ে দর্শকদের মন জয় করে নেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, সিউড়ি পুরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর আমাদের সিউড়ি উৎসব দ্বিতীয় বছরে পা রাখল। তাই এবছরের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকছে। শহরের সকল মানুষকে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানাই। সিউড়ি পুরসভা সর্বদা আপনাদের পরিষেবা দিতে বদ্ধপরিকর। -নিজস্ব চিত্র