কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
চণ্ডীপুর থানার গোমুঠা গ্রামের সুধাংশুশেখরবাবু ২০২২সালে আবাস যোজনায় প্রথম কিস্তির ৬০হাজার টাকা পান। তারপর জমি নিয়ে সমস্যায় কাজ সময়মতো এগয়নি। তিনি দ্বিতীয় কিস্তির টাকা পাননি। সম্প্রতি বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে একটি অচেনা নম্বর থেকে ফোন পান সুধাংশুশেখরবাবু। তাঁর নামে আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা অনুমোদন হয়েছে বলে জানানো হয়। অ্যাকাউন্টে টাকা ছাড়ার আগে ফোনে একটি ওটিপি যাবে বলে তাঁকে জানানো হয়। তা বিশ্বাস করে ফেলেন ওই ব্যক্তি। ওটিপি শেয়ার করার পর ছ’দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ১লক্ষ ৩৪হাজার ৯৯৯টাকা তুলে নেওয়া হয়েছে। গত ৬জানুয়ারি চণ্ডীপুর থানায় এনিয়ে এফআইআর হয়েছে। থানা থেকে রিপোর্ট পাঠানো হয়েছে চণ্ডীপুর বিডিও অফিসে। এনিয়ে রিপোর্ট গিয়েছে পিএনবির চণ্ডীপুর শাখাতেও।
চণ্ডীপুরের বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড়ী বলেন, আবাসের টাকা দেওয়ার নামে সুধাংশুশেখরবাবুর আর্থিক প্রতারণার বিষয়টি পুলিসের কাছ থেকে জেনেছি। সাইবার প্রতারণা নিয়ে এত সতর্কবার্তার পরও কী করে মানুষজন ওটিপি শেয়ার করছেন, সেটাই বুঝতে পারছি না। কোনওদিন অফিস থেকে ওটিপি চাওয়া হয় না। চণ্ডীপুর থানার ওসি দীপক অধিকারী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সেটি ফ্রিজ করা হয়েছে।
তমলুক ব্লকের পূর্বানুখা গ্রামের গৌরীশঙ্কর রাউতের নাম আবাস যোজনায় থাকায় বাড়ি ভিজিট হয়েছিল। কয়েকদিন আগে তমলুক বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে তাঁকে ফোন করা হয়। আবাস প্রকল্পে প্রথম কিস্তির ৬০হাজার টাকা তাঁর অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানানো হয়। ওটিপি বলার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে ২৫হাজার ৯৯৯টাকা তুলে নেওয়া হয়েছে। গৌরীশঙ্করবাবু বলেন, আমরা সাধারণ মানুষ। বিডিও অফিসের নাম করে ফোন এসেছিল। আবাসের টাকা ঢুকতে পারে, এমন সম্ভাবনাও ছিল। যেকারণে ওই ফোনকল সহজে বিশ্বাস করে ফেলি। তারজন্য এত বড় খেসারত দিতে হবে ভাবতেও পারিনি। তমলুক থানায় এনিয়ে এফআইআর করেছি।
এরআগে পাঁশকুড়াতেও এভাবে প্রতারণার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আবাসে নাম তোলার জন্য পাঁশকুড়ায় বহু লোকজনকে জয়েন্ট বিডিওর পরিচয় দিয়ে ফোন করে টাকা চাওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় এফআইআর করেন স্বয়ং বিডিও। এই মুহূর্তে আবাস উপভোক্তারা সাইবার অপরাধীদের সফট টার্গেট। তাই এনিয়ে সতর্ক না হলেই বিপদ। জেলা প্রশাসন প্রতিটি ব্লক প্রশাসনকে এনিয়ে সতর্ক করেছে।