পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
সম্প্রতি মহিলা ক্যারিয়ারদের মাধ্যমে গাঁজা পাচার চলছে। এর আগেও গাঁজা সহ কয়েকজন মহিলাকে ধরেছিল পুলিস। বার বার পুলিসের হাতে ধরা পড়ার পরও কোচবিহার-মাথাভাঙা ভায়া শিলিগুড়ি রুটে গাঁজা পাচার চলছেই। পুলিস জানিয়েছে, নিশিগঞ্জ ফাঁড়ির আওতায় নিশিগঞ্জে ও মাথাভাঙা থানার পচাগড় কৃষক বাজারের কাছে নাকা চেকিং পয়েন্ট রয়েছে। দু’টি জায়গায় তল্লাশি অব্যাহত রয়েছে। যার ফলে ধরা পড়ছে পাচারকারীরা।
মাথাভাঙা হয়ে শিলিগুড়ি রাজ্য সড়ক ও কোচবিহার-ফালাকাটা জাতীয় সড়ক গাঁজা পাচারকারীদের বর্তমানে করিডর হয়ে উঠেছে। জাতীয় সড়কের চেয়ে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কই মূল করিডর করেছে গাঁজা পাচারকারীরা। এর আগে গাঁজা সহ একাধিক পুরুষ ক্যারিয়ার ধরা পড়ে। সম্প্রতি মহিলা ক্যারিয়ারদের কাজে লাগিয়ে চলছে গাঁজা পাচার। পুলিস জানিয়েছে, ধৃত তিন মহিলার নাম সাবেরা বেওয়া, হাসিনা বিবি ও পিয়া মাল। তিনজনেরই বাড়ি কালিয়াচকে। তারা কোথা থেকে গাঁজা সংগ্রহ করেছে এবং কোথায় পৌঁছে দিতে চাইছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের এনিয়ে জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারী পুলিস আধিকারিকরা।
এ ব্যাপারে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই বলেন, নিশিগঞ্জ নাকা চেকিং পয়েন্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক কয়েকটি ব্যাগ নজরে আসে। সেই ব্যাগে তল্লাশি চালানোর পর ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। তিনজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বাড়ি মালদহে। তাদের জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয় জানার চেষ্টা করা হচ্ছে। গাঁজা পাচার রুখতে আমরা নাকা চেকিং পয়েন্টে নজরদারি রাখছি। নিজস্ব চিত্র।