গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
ভোলা সাহ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, রাস্তার মাঝে স্ল্যাব ভেঙে পড়েছে বহুদিন আগে। তবে গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান দেখে গিয়েছেন। কিন্তু কাজ কিছু হয়নি এখনও। পানীয় জলের যেমন সমস্যা তেমনই নিয়মিত বর্জ্য সাফাই না হওয়ায় নালায় জমে আছে নোংরা। তা থেকে মশা, মাছির উপদ্রব শুরু হয়েছে।
এ বিষয়ে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা বলেন, গোটা আপার বাগডোগরায় পানীয় জলের সমস্যা মেটাতে কাজ চলছে। ওই দুই এলাকাতেও কাজ শুরু হয়েছে। আশা করছি, কয়েক মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অপরদিকে, রাস্তার মাঝে ভাঙা স্ল্যাব ইস্যুতে প্রধান জানান, এর আগেও সেটি মেরামত করা হয়েছিল। ফের ভেঙে গিয়েছে। ওই জায়গায় নতুন করে স্ল্যাব বসিয়ে দেওয়া হবে।