গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
ময়নাগুড়িতে টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে। শহরের মূল রাস্তা থেকে শুরু করে ফুটপাতও টোটোর দখলে চলে গিয়েছে। প্রশাসনের একাধিকবার ধরপাকড়ের পরও অনেক টোটোচালক শোধরায়নি। ঝুঁকি নিয়ে মূল রাস্তায় তারা যাত্রী ওঠানামা করতে ব্যস্ত হয়ে পড়ে। যাত্রীবাহী বাস স্ট্যান্ডে এলে যাত্রী তোলার জন্য টোটোচালকদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
এদিকে গ্রামীণ এলাকার টোটো শহরে এসে প্রতিদিন যানজট সৃষ্টি করে। সে কারণে পুরসভা নম্বর প্লেটের ব্যবস্থা করেছে। চারটি সংখ্যার নম্বর প্লেট হয়েছে। ০০০১ থেকে শুরু করা হয়েছে। কিন্তু এখনও নম্বর প্লেট সংগ্রহের সংখ্যা ৫০০-র গণ্ডি পেরোয়নি।
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন,পুলিস ধরপাকড় শুরু করলে ঠিক হয়ে যাবে। নম্বরপ্লেট ছাড়া টোটো শহর এলাকায় চলবে না। আমরা চাইছি পুলিস হস্তক্ষেপ করুক। শহরের এক নম্বর ওয়ার্ডের টোটোচালক অজিত বর্মন বলেন, আমার নম্বর প্লেট নেওয়া হয়েছে। কিন্তু এখনও লাগাইনি। অনেকেই দেখছি টোটোয় নম্বর প্লেট লাগায়নি। পেটকাটির টোটোচালক চিন্টু রায় বলেন, একটু দেরি হয়ে গেল, তবে শুক্রবার নম্বর প্লেট নিলাম। এই নম্বর টোটোয় লাগিয়ে দেব।