চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এসএফ রোডের একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে। সেটি টিম ও কাঠ দিয়ে বানানো ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রান্নার তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিস ও দমকল বাহিনী পৌঁছয়। দীর্ঘক্ষণ ধরে দমকলের দু’টি ইঞ্জিন চেষ্টা চালিয়ে আগুন নেভায়। সম্ভবত শট সার্কিট থেকে বিরিয়ানির দোকানে আগুন লাগে বলে স্থানীয়দের অনুমান। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। দমকল বাহিনী জানায় আগুন লাগার কারণ বোঝা যাচ্ছে না। পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হবে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় চম্পাসারিতে আরএকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকনিকাটায় একটি গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, ওই গোডাউনটি একটি ডেকরেটার সংস্থার। প্যান্ডেল তৈরির কাপড় সহ দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন অল্প সময়ের মধ্যেই ভয়াবহরূপ নেয়। শিলিগুড়ি ও মাটিগাড়া থেকে দমকল বাহিনীর দু’টি ইঞ্জিন পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, শট সার্কিট থেকে ঘটনা ঘটতে পারে। দমকল ও পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।