গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
পাশাপাশি এদিনই চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে নতুন পদক্ষেপের পথে হেঁটেছে তত্ত্বাবধায়ক সরকার। চিন্ময়কৃষ্ণ সহ ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য ফ্রিজ করে দিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এদিন জয়শঙ্কর বিবৃতি দেওয়ার আগেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বার্তা দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। জয়সওয়াল এদিনও বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। তিনি জানান, প্রতিবেশী দেশে যেভাবে হিন্দুদের উপর হিংসার ঘটনা বাড়ছে তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশে মৌলবাদী ভাবধারা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। তার সঙ্গে বাড়ছে হিংসা ও উস্কানির ঘটনাও। এগুলিকে শুধু মিডিয়ার অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া যায় না। এদিকে, চট্টগ্রাম মহানগর আদালতের কাছে আইনজীবীকে খুনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। সব মিলিয়ে এই ঘটনায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হল। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দু’দিন ধরে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সারা বিশ্বে যেকোনও জায়গায় হিন্দুরা আক্রান্ত হলে ভারতের দরজা খোলা। বাংলাদেশে হিন্দুদের সম্মানের সঙ্গে থাকার অধিকার আছে। ওই দেশের ঘটনার প্রতিবাদে আমাদের বিক্ষোভ চলবে। ওদেশের সঙ্গে বাণিজ্য হবে কি না, প্রশ্নের জবাবে দিলীপ বলেন, এটা সরকারের পলিসি। আমরা পশ্চিমবঙ্গের লোক ছেড়ে দেব না। সরকারের উপর চাপ দেব। অন্যদিকে, পাল্টা ভারতকে কড়া বার্তা দেওয়ার পথে হেঁটেছে বাংলাদেশও। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ ও ইউনুসের কুশপুতুল পোড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের বিদেশ মন্ত্রক। ভারতের মন্তব্যকে ‘অযাচিত’ বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।