গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
সোশ্যাল মিডিয়ায় ইউএস ক্যাপিটল বিল্ডিংয়ের উপরে থাকা রহস্যময় একাধিক আলোর ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল। আবার এই ছবি কোনও মামুলি লোক তোলেননি। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, এই ছবি তুলেছেন সে দেশের বায়ুসেনার এক প্রাক্তন সদস্য। ফলে সেটিকে একেবারে আজগুবি বলে উড়িয়ে দেওয়ার জায়গাও নেই।
বায়ুসেনার প্রাক্তন সদস্য ডেনিস ডিগ্গিন্সের তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাপিটল বিল্ডিংয়ের উপরে জ্বলে রয়েছে আলোগুলি। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কার্যত একটি বক্ররেখার আকারে অবস্থান করছে আলোগুলো। এমনকী সেগুলিতে স্পন্দনও রয়েছে। আলোগুলো কী ভাবে মাঝ আকাশে এল, তা নিয়ে চর্চা অব্যাহত।
নেটিজেনদের অনেকেই দাবি করছেন, ওগুলো রহস্যময় আলোই বটে। আবার কোনও কোনও ব্যক্তির দাবি ওগুলি আসলে বিল্ডিংয়ের নীচে থাকা বাতির প্রতিচ্ছায়া হিসাবে মোবাইলের লেন্সে ধরা পড়েছে। যদিও দু’পক্ষই নিজেদের যুক্তি প্রতিষ্ঠা করতে নিজেদের মতো করে মত দিচ্ছেন।