পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
কেন্দ্রের এই বঞ্চনার মাঝেই আরও বড় ক্ষত সৃষ্টি করেছে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট। কারণ এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কিছুই দেয়নি মোদি সরকার। বিহারের জন্য একগুচ্ছ প্রকল্প ও আর্থিক সাহায্য বরাদ্দ করলেও এবারেও বাংলার ঝুলি শূন্যই রয়ে গিয়েছে। এমনকী নেই কোনও নতুন রেল প্রকল্পও। মেট্রোর প্রজেক্টগুলিতেও বাড়ানো হয়নি বরাদ্দ। তাই এবারের কেন্দ্রীয় বাজেট বাংলা বিরোধী বলে আজ, শুক্রবার সংসদে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বলেন, ‘রামায়ণে যেভাবে মারীচ হরিণের ছদ্মবেশ ধারণ করে সীতাকে ঠকিয়েছিলেন। এই সরকার অর্থনৈতিক বিপর্যয়কে লুকিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে সেইভাবেই ঠকাচ্ছে।’ পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, ‘বিহারে বিজেপির ১২ জন সাংসদ রয়েছেন। বাংলাতেও বিজেপির ১২ জন সাংসদ রয়েছেন। কিন্তু বিহারে বিজেপি শাসক শিবিরে তাই বিহার বোনাস পাচ্ছে। আর বাংলায় যেহেতু বিজেপি বিরোধী আসনে তাই অর্থনৈতিক বঞ্চনা ছাড়া আর কিছুই পাচ্ছে না।’ এটাকে ‘হাফ ফেডারেলিজম’ বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। তিনি আরও বলেন, ‘বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ বা বড় প্রকল্প ঘোষণা করা হয়নি। উল্টে বাংলার বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে ১.৭ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। সেই বকেয়াও মেটানো হচ্ছে না। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্থিক অবরোধ। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধি রুখে দেওয়া হচ্ছে।’