পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
ফোন হ্যাক করার জন্য সাধারণত কোনও ব্যবহারকারীর নম্বরে লিঙ্ক পাঠায় হ্যাকাররা। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের। তারা জানিয়েছে, প্যারাগনের এই স্পাইওয়্যারের মাধ্যমে ‘জিরো ক্লিক’ হ্যাক করা হচ্ছে। এর অর্থ, কোনও ক্ষতিকারক লিঙ্কে ক্লিক না করলেও ফোন হ্যাক হয়ে যায়। যা অত্যন্ত উদ্বেগের। এর ফলে ফোন হ্যাক হয়ে গেলেও ব্যবহারকারী তা টের পাবেন না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে অবশ্য টার্গেটদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাঁদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিক বা সমাজকর্মী বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।