পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
দমকলের আধিকারিকরা জানিয়েছেন, বিকেল ৪টে ২৩ মিনিটে তাঁদের কাছে বিস্ফোরণের খবর আসে। প্রথমে মনে করা হয়েছিল, কালুরের জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ওই কাফেটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, জল ফোটানোর জন্য ব্যবহৃত কুকিং স্টিমার ফেটে এই বিপত্তি। সুমিত নামে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় কাফেতে কিছু কাস্টমার ছিলেন। তবে তাঁদের কোনও আঘাত লাগেনি। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।