কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
গত রবিবার থেকেই হরবংশ সিংহ ও তাঁর সহযোগী রাজেশ কেশারওয়ানির বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। তাঁদের বিরুদ্ধে বিপুল টাকার আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে। দু’জনেই একসঙ্গে ব্যবসা করেন। এদের মধ্যে হরবংশ সিংহে বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা নগদ উদ্ধার করেছে আয়কর বিভাগ। অন্যদিকে রাজেশের বিরুদ্ধে ১৪০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে। নগদ ছাড়াও বিপুল পরিমাণে সোনা ও দামি গাড়িও বাজেয়ান্ত করেছে কেন্দ্রীয় সংস্থা।
তবে, সবচেয়ে আলোড়ন হচ্ছে ৩টি কুমির উদ্ধার ঘিরে। কোন উদ্দেশে এই কুমিরগুলিকে পোষা হচ্ছিল তা খতিয়ে দেখছে প্রশাসনিক কর্তারা। পাশাপাশি কুমিরের খবর জানানো হয়েছে বন দপ্তরকেও।