কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এতগুলি মৃত্যু আত্মহত্যার ঘটনা নয় বরং খুনেরই ঘটনা। এক্ষেত্রে পারিবারিক বিবাদকেই জোরালো মোটিভ হিসেবে দেখছে পুলিস। যদিও ঘটনায় এখনও কোনও তল খুঁজে পায়নি পুলিসমহল।
নিহতের ভাইয়ের দাবি, “ আমি আর আমার স্ত্রী হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে দেখি বাইরে থেকে তালা বন্ধ। তাঁর ফোনও বন্ধ। এরপর আশেপাশে খবর নেওয়া হলেও কোনও খোঁজ না পেয়ে, পাশের বাড়ির ছাদ থেকে লাফিয়ে আমাদের বাড়ির ছাদে আসি। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পাই এই কাণ্ড।”
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের পাঁচজনকেই গলা কেটে খুন করা হয়। এছাড়াও, তাঁদের মাথার পিছনেও আঘাতের চিহ্ন ছিল। দম্পতির দেহ ছিল চাদরে মোড়া, অন্যদিকে বাচ্চাদের দেহ বস্তায় ভরে বক্স খাটের ভিতরে ঢোকানো ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে ঘটনা মারাত্মক জটিল হওয়ায় এখনও কোনও কূলকিনারা পাওয়া যায়নি বলেই সূত্র মারফত জানা গিয়েছে।