কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
২০২৩ সালের ১৩ জুন ব্রিটিশ কলম্বিয়ার সারি অঞ্চলের একটি গুরুদ্বারের বাইরে খুন হন নিজ্জর। ২০২৪ সালের মে মাসে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে কানাডার পুলিস। নভেম্বরে চার্জশিট পেশ করা হয়। সম্প্রতি জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমলপ্রীতরা। তাঁদের আর্জি শুনতে রাজি হয় কানাডার শীর্ষ আদালত। এবার বছরের শুরুতেই মিলল জামিন। জানা গিয়েছে, এদিন তিনজন অভিযুক্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। আর একজনের হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী।
নিজ্জর খুনে একাধিকবার ভারতের দিকে বারবার অভিযোগের আঙুল তুলেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। বিষয়টিকে কেন্দ্র করে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার অভিযুক্তরা জামিন পাওয়ায় কানাডার প্রশাসনকে পাল্টা দিল ভারত। নয়াদিল্লির তোপ, তথ্যপ্রমাণ না থাকার কারণেই আদালতে হাজিরা দিতে ভয় পাচ্ছিল কানাডার পুলিস। আসল অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে তারা। তাই স্থানীয় কয়েকজন যুবককে গ্রেপ্তার করে যাবতীয় দায় ভারতের উপর চাপাতে চেয়েছিলেন ট্রুডো। ঘটনায় এক ভারতীয় আধিকারিকের নাম পর্যন্ত জড়ানো হয়েছিল। সব অভিযোগ যে মিথ্যে, আজ তার প্রমাণ হল।