কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
বৃহস্পতিবার ইংলিশবাজার শহরের রথবাড়িতে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি। এদিন তিনি বলেন, নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকায় নন্দু তেওয়ারিকে পুলিস গ্রেপ্তার করেছে। নন্দু আমাদের জেলা শহর কমিটির সভাপতি ছিলেন। কিন্তু দুষ্কৃতীর কোন রং হয় না। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে নন্দু তেওয়ারিকে বহিষ্কার করা হচ্ছে। জেলা সভাপতি সহ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং কয়েকজন কাউন্সিলার। এদিনই কলকাতায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নন্দু তেওয়ারিকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন। প্রয়াত বাবলা সরকারের স্মরণসভা মালদহে হবে আগামী রবিবার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই সভায় যাচ্ছেন সুব্রত বক্সি ও জয়প্রকাশ মজুমদার।
এদিকে দল তাঁকে বহিষ্কার করলেও নন্দু কোনও প্রতিক্রিয়া জানাননি। এদিন ইংলিশবাজার থানা থেকে মেডিক্যাল কলেজে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় নন্দু বলেন, দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। অন্যদিকে বাবলা খুনে অভিযুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ দুই অপরাধী এখনও গ্রেপ্তার হয়নি। তারা ভিনরাজ্যে নাকি বিদেশে পালিয়েছে, তা জানতে পুলিসি তদন্ত আরও জোরদার হয়েছে। দু’জনের লোকেশন চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে জেলা পুলিসের চারটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, বাবলা খুনের সঙ্গে যুক্ত রোহন ও বাবলু ঘটনার পর থেকেই পলাতক। তাদের সন্ধান জানতে চেয়ে ইতিমধ্যেই মাথাপিছু ২ লক্ষ টাকা ইনামের কথাও ঘোষণা করা হয়েছে। মালদহ পুলিসের এক পদস্থ আধিকারিক বলেন, আমরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছি। তাদের গ্রেপ্তার করতে চারটি টিম তৈরি করা হয়েছে। মালদহের সঙ্গে বিহার ও ঝাড়খণ্ডের সীমান্ত রয়েছে। আবার যোগবাণী এক্সপ্রেসে করে নেপালে পৌঁছে যাওয়ার সুবিধা রয়েছে। ফলে কোনও সম্ভাবনাই আমরা উড়িয়ে দিচ্ছি না। বাকি দু’জনকে গ্রেপ্তার করার পরে ঘটনার তদন্ত আরও গতি পাবে। ফলে নতুন কোনও ‘মাথাকে’ গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।