কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
জেলের সুপার রাকেশ কুমার বাংরে জানান, সময়টা বুধবার বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে। জেল বিল্ডিংয়ের বি ব্লকের কাছে এক নিরাপত্তারক্ষীর নজরে পড়ে ওই ড্রোন। তবে কেউ সেটিকে জেলের ভিতর নামতে দেখেননি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জেলের কাছেই বেশ কয়েকজন শিশু খেলা করছিল। তারাই ওই ড্রোন উড়িয়েছে। পরে ড্রোনটিকে উদ্ধার করে গান্ধীনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।