নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে ব্যক্তিগত ঋণ নেওয়ার হার কিছুটা ধাক্কা খেল। বাণিজ্যিক ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি অক্টোবর মাসে যে ঋণ দিয়েছে, তার ভিত্তিতে এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০২৩ সালের অক্টোবর মাসে ঋণ প্রদানের সঙ্গে তুল্যমূল্য আলোচনা করে বিষয়টি জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআইয়ের রিপোর্ট বলছে, গত বছর অক্টোবরের সঙ্গে তুলনা করলে চলতি বছরের অক্টোবরে ব্যক্তিগত ঋণের হার ১৫.৮ শতাংশ বেড়েছে। অথচ গত বছর অক্টোবরে এই বৃদ্ধির হার ছিল ১৮ শতাংশ। ব্যক্তিগত ঋণের মধ্যে যেমন রয়েছে গাড়ি, বাড়ির ঋণ, তেমনই আছে একান্ত ব্যক্তিগত কারণে নেওয়া ঋণ ও ক্রেডিট কার্ডের মধ্যেমে নেওয়া ঋণ। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সার্বিকভাবে এই ঋণ বৃদ্ধির হার সামান্য ধাক্কা খেলেও গৃহ ঋণের হার গত বছরের তুলনায় বেড়েছে। বরং গাড়ি ঋণ এবং ক্রেডিট কার্ডের ঋণ তেমন আশানুরূপ নয়। তারই প্রভাব পড়েছে সার্বিক ঋণপ্রদানের হারে।
ব্যক্তিগত ঋণের হার কিছুটা পিছিয়ে গেলেও শিল্পমুখী ঋণের হার বেড়েছে বলে দাবি করেছে আরবিআই। তারা জানাচ্ছে, গত বছর অক্টোবরে যেখানে শিল্প-ঋণ বৃদ্ধির হার ছিল ৪.৮ শতাংশ, তা চলতি বছর অক্টোবরে বেড়ে ৮ শতাংশ হয়েছে। পেট্রলিয়াম, কেমিক্যাল, কয়লা, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি ক্ষেত্রে ঋণের হার অনেকটাই বেড়ে যাওয়ায় তা সামগ্রিকভাবে সদর্থক প্রভাব ফেলেছে ঋণের বাজারে।