গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
২০২১ সালে বিমা ক্ষেত্রকে বিদেশি লগ্নির কাছে অবাধ করে দেওয়া হয়। সেই বছর পর্যন্ত বিমায় বিদেশি লগ্নির সীমা ছিল ৪৯ শতাংশ। সেই বছরই সেটি পরিবর্তিত করে করা হয়েছিল ৭৪ শতাংশ। কিন্তু সরকার জানিয়েছে ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে আলোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। আগামী দিনে যাতে বিমা সেক্টরে কম প্রারম্ভিক লগ্নিতেও প্রবেশ করা যায় সেই অধিকারও দেওয়া হচ্ছে নিয়ন্ত্রক সংস্থাকে। ভারতে আগামী কয়েক বছরে বিমা ক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকা আসার সুযোগ আছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতে রয়েছে ২৫টি জীবন বিমা সংস্থা। ৩৪টি সাধারণ বিমা সংস্থা। ১০০ শতাংশ এফডিআই হয়েঁ গেলে আগামী দিনে বিদেশি বিমা সংস্থাগুলি সরাসরি ভারতের বিমাক্ষেত্রে প্রবেশ করতে পারবে। কোনও দেশীয় সংস্থার
সঙ্গে যৌথভাবে মালিকানা চুক্তি করতে তারা বাধ্য নয়। সরাসরি লাইসেন্স প্রক্রিয়ায় এই আবেদন করা যাবে। সুতারং ভারতীয় বিমা সংস্থাগুলির সামনে বড়সড় চ্যালেঞ্জ অস্তিত্ব রক্ষার।