গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
মোদি জমানায় ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলেছেন অরবিন্দ সুব্রমনিয়াম। এদিকে জিএসটি ব্যবস্থা চালু হয় ২০১৭ সালের জুলাই মাসে। অর্থাৎ পণ্য ও পরিষেবা কর চালুর বিষয়ে তাঁর অবদান অস্বীকার করার নয়। তিনিই এবার সরব হয়েছেন এই প্রত্যক্ষ কর কাঠামো নিয়ে। তিনি বলেন, জিএসটি ব্যবস্থায় নানারকম সেস মিলিয়ে প্রায় ৫০ রকমের কর আছে। অন্যান্য করের হিসেব করলে দেখা যাবে, সেসবের সংখ্যা প্রায় ১০০। সঙ্গে রয়েছে আরও কিছু চ্যালেঞ্জ।
অরবিন্দের বক্তব্য, তাঁর কাছে অনেকেই অভিযোগ করেছেন, জিএসটি ব্যবস্থা তাঁদের করের বোঝা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আরও একধাপ এগিয়ে প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টার বক্তব্য, কর-সন্ত্রাস এবং অতিরিক্ত করের বোঝা ভারতের সংস্কৃতির অন্যতম অঙ্গ। জিএসটি ব্যবস্থা এসে তা আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। জিএসটি জমানায় যে কর-সন্ত্রাস চলছে, তার দিকে নজর দেওয়া আশু প্রয়োজন, দাবি করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে অরবিন্দ সুব্রমনিয়াম মনে করিয়ে দিয়েছেন, জিএসটি ব্যবস্থা চালুর অন্যতম স্লোগান ছিল ‘এক দেশ, এক কর ব্যবস্থা, এক বাজার’। অথচ সেই ব্যবস্থাই এখন জটিলতায় ভরা। তাই এই কর ব্যবস্থার সরলীকরণ দরকার বলে মনে করেন তিনি।