গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
সম্প্রতি, অনীশ ও সুরুমি নামে এক দম্পতির সন্তানের জন্ম হয়। তাঁরা জানিয়েছেন, সুরুমি অন্তঃসত্ত্বা থাকাকালীন ১১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দুটি ডায়াগনস্টিক সেন্টারে স্ক্যান সহ একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে। পাশাপাশি তিনি কাডাপ্পুরমের সরকারি হাসপাতালেও সুরুমির চিকিত্সা হয়েছিল। তিনি জানান, কোথাও কোনও চিকিত্সক তাঁকে জানাননি যে, গর্ভস্থ সন্তানের জিনগত সমস্যা রয়েছে। ৮ নভেম্বর সুরুমি সন্তান প্রসব করেন। জিনঘটিত কারণে ওই সদ্যোজাতের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। এরপরই ওই দম্পতি পুলিসের দ্বারস্থ হন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এক মহিলা চিকিত্সক জানিয়েছেন, তিনি প্রথমদিকে সুরুমিকে পরীক্ষা করেছিলেন। তখন ভ্রুণে কোনও সমস্যা খুঁজে পাননি। ডায়াগনস্টিক সেন্টারগুলিও ভুল স্বীকার করতে রাজি হয়নি। তাদের দাবি, স্ক্যান রিপোর্টে সব ঠিক ছিল।