চেন্নাই: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ, শনিবার দুপুর আড়াইটে নাগাদ পুদুচেরি এবং তামিলনাড়ু উপকূলের করাইকল ও মামাল্লাপুরম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এসময় ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকবে ৭০-৮০ কিলোমিটার। তবে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার। পুদুচেরি ও তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিন পুদুচেরি থেকে ২৭০ এবং চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দূরে ঝড়টি অবস্থান করছিল। আইএমডি ডিরেক্টের মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, এটি বৃহস্পতিবার পর্যন্ত গভীর নিম্নচাপই ছিল। শুক্রবার দুপুরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে ফেনজল কোনও জোরালো ঘূর্ণিঝড় নয়। এটি মূলত সাধারণ ঘূর্ণিঝড়। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা পর্যন্ত তার প্রভাব পড়তে পারে। পশ্চিমবঙ্গে ফেনজলের কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, চেন্নাই, ভিল্লুপুরম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, কুড্ডালোর জেলা সহ পুদুচেরিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূলীয় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি উপকূলের আট জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল-কলেজ বন্ধ রেখেছে প্রশাসন। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং এন রঙ্গস্বামী। উপকূলীয় জেলাগুলিতে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলায় হাজারের বেশি ত্রাণ শিবির খুলেছে তামিলনাড়ু সরকার।