গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
সম্প্রতি শাহি জামা মসজিদে সমীক্ষার নির্দেশ দেয় নিম্ন আদালত। এর জেরে রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় সম্ভল। পুলিস ও জনতার খণ্ডযুদ্ধ লেগে যায়। ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। এদিন সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, প্রথমেই এলাকার শান্তি ও সম্প্রীতির বিষয়টি সুনিশ্চিত করতে হবে উত্তরপ্রদেশের সরকার ও প্রশাসনকে। প্রয়োজনে দুই সম্প্রদায়ের সদস্যদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করতে হবে। শীর্ষ আদালতের বক্তব্য, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে যেতে পারে মসজিদ কর্তৃপক্ষ। এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার তিন দিনের মধ্যেই শুনানি শুরু করতে হবে হাইকোর্টকে। হাইকোর্টের নির্দেশ না আসা পর্যন্ত আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত। তাই সমীক্ষার কোনও কাজ হবে না। এখনও পর্যন্ত যা সমীক্ষা হয়েছে, তার রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি।
বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন সম্ভলবাসী। এলাকায় কড়া পুলিসি নিরাপত্তা রয়েছে। মসজিদ সংলগ্ন এলাকায় চলছে ড্রোন ও সিসি ক্যামেরার নজরদারি। এই আবহেই সম্পন্ন হয়েছে শুক্রবারের নামাজ।