চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
জানা গিয়েছে, ১৮৭ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মীকে নিয়ে বিমানটি নাগপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। সূত্রের খবর, বিমানটি যখন মাঝ আকাশে, তখন হঠাৎই এক যাত্রী বিমানকর্মীদের জানায়, বিমানটিতে বোমা রাখা আছে। এরপরই হুলস্থূল পড়ে যায় বিমানের মধ্যে। যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে। তারপরই ছত্তিশগড়ের রায়পুরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
পুলিস জানিয়েছে, অবতরণের পর যাত্রীদের দ্রুত বিমান থেকে বের আনা হয়। তারপর বিমানটিতে তল্লাশি চালানো হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। তবে বিমানের ভিতর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যে যাত্রীটি বোমাতঙ্ক ছড়ায় তাঁকে ইতিমধ্যেই আটক করেছে পুলিস। দুপুর বারোটা নাগাদ ফের বিমানটি কলকাতার উদ্দেশ রওনা দেয়।