পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, সোমবারের পর দিনকয়েক সর্বনিম্ন তাপমাত্রার প্রবণতা থাকবে ঊর্ধ্বমুখী। তারপর তাপমাত্রা ফের কমবে। আপাতত শীতের এই ওঠা-নামা অব্যাহত থাকবে। কিন্তু কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার আশা চলতি শীতের মরশুমে আর নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতা ও দক্ষিণবঙ্গ লাগোয়া এলাকায়, সাধারণত ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্তই শীতের আমেজ থাকে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর ভারতে মার্চ মাসের প্রথম দিকে শীতের ছোঁয়া পাওয়া যায়। সূর্য কিরণের তীব্রতা কম থাকার কারণে সেখানে শীতের স্থায়িত্ব কিছুটা বেশি হয়।
পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা আসার মধ্যে কয়েকদিনের বিরতি মেলে। তার জন্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমছে। ঝঞ্ঝা না-থাকায় এইসময় উত্তুরে হাওয়া সাময়িকভাবে সক্রিয় হবে। একটি ঝঞ্ঝা এসে সরে যাচ্ছে। পরবর্তী ঝঞ্ঝাটি আসছে রবিবার নাগাদ। এই কারণে সোমবারের পর তাপমাত্রা ফের বাড়বে। দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা বেড়েছে। পশ্চিমাঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ১৫ ডিগ্রি। সব স্থানেই শনিবার থেকে তাপমাত্রা কমবে।