পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
হাওড়ার বাগনান দু’নম্বর ব্লকের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের বাকুড়দহ, নাচক, জলপাই, কাঁটাপুকুর সহ বিস্তীর্ণ এলাকায় বছরভর বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। সারাবছরই এই এলাকার কয়েক হাজার কৃষক ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন। আর বছরের এই বিশেষ সময় কয়েক প্রজাতির ফুল বিক্রি করে অতিরিক্ত উপার্জনও করেন। যার মধ্যে গোলাপ হল অন্যতম। এখানে কয়েকশো একর জমিতে গোলাপ চাষ হয়। সে ফুল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কিন্তু গত কয়েকবছর ধরে গোলাপ গাছে ছত্রাকের আক্রমণ শুরু হয়েছে। ফলে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, পাপড়ি যাচ্ছে ঝড়ে। ফুলের কুঁড়ি কালো হয়ে যাচ্ছে। পুলক ধারা নামে এক ফুল চাষি বলেন, ‘শীতের শেষের দিকেই এই ছত্রাকের আক্রমণ হচ্ছে। ফুল হচ্ছে না। হলেও ঝড়ে যাচ্ছে।’ চাষিরা জানান, ভ্যালেন্টাইন ডে’র এক সপ্তাহ আগে থেকে গোলাপের বাজার শুরু হয়। এবার বঙ্গের গোলাপকে সরিয়ে দিয়ে সে জায়গা নিয়েছে বেঙ্গালুরুর গোলাপ। অতীতে চাষিরা ফুল বেচে সংসার চালিয়েছেন, লাভের মুখও দেখেছেন। কিন্তু বারবার ছত্রাক আক্রমণে ক্ষতি হওয়ায় এবার ঘুরে দাঁড়ানোই মুশকিল হয়ে পড়েছে।
জানা গিয়েছে, ছত্রাকের কারণে প্রায় ২৫ শতাংশ চাষি গোলাপের পরিবর্তে চেরি, ডালিয়া, চিনা গাঁদা ফুল চাষে জোর দিচ্ছেন। গোলাপ চাষের পরিমাণ কমিয়ে দিয়েছেন অনেকে। আশঙ্কা, ভবিষ্যতে বাগনানের গোলাপ চাষ উঠে যাওয়ার আশঙ্কা। হাওড়া জেলার উদ্যানপালন বিভাগের আধিকারিক পার্থপ্রতিম পাল বলেন, ‘ছত্রাকজনিত রোগ। আমরা চাষিদের বিভিন্ন ধরনের ওষুধের কথা বলেছি। সব ধরনের পরামর্শও দিচ্ছি।’