কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
এমনই এক পরিস্থিতিতে, দীর্ঘদিন পর, আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলার আপামর চিকিৎসক সমাজকে নিয়ে এক কনভেনশনের ডাক দিল স্বাস্থ্যদপ্তরের নবগঠিত সংস্থা স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর চিকিৎসকদের বিভিন্ন সমস্যার সমাধান করতে কিছুদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রীই এই সরকারি কমিটি তৈরি করেন। কমিটির তরফে আহূত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি ডাক্তার, স্বাস্থ্যদপ্তরের সর্বস্তরের প্রশাসনিক কর্তা, সিএমওএইচ থেকে বিএমওএইচ, অন্যদিকে বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থেকে সর্বস্তরের শিক্ষক-অশিক্ষক চিকিৎসক, মেডিক্যাল পড়ুয়া, জুনিয়র ডাক্তার—সকলকে নিয়েই হবে এই কনভেনশন। ওই আলোচনাসভার থিম হল ‘চিকিৎসার অপর নাম সেবা’।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির চেয়ারম্যান ডাঃ সৌরভ দত্ত। তিনি বলেন, ২৪ ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে বেলা ১১টা থেকে হবে ওই কনভেনশন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সংগঠনও কি ওই কনভেনশনে ডাক পাবে? প্রশ্নের উত্তরে ডাঃ দত্ত বলেন, মডার্ন মেডিসিনের সমস্ত চিকিৎসক সংগঠনকেই ডাকা হবে। কনভেনশনে সকলেরই অংশগ্রহণ চাইছি আমরা। এই প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার সংগঠন ডব্লুবিজেডিএফ-এর অন্যতম শীর্ষ নেতা ডাঃ অনিকেত মাহাত বলেন, ‘বহু প্রতিশ্রুতি পালিত হয়নি। আগে তো সরকারিভাবে আমন্ত্রণ পাই, তারপরই দেখা যাবে, যাব কি যাব না।’