চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
এদিন শিশু দিবসে ম্যালে কচিকাঁচাদের জমায়েতে অংশগ্রহণ করেন মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি পাহাড়ে শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত হলেন। ম্যালের জমায়েতে কয়েকশো শিশু-কিশোরের মধ্যে মুঠো মুঠো চকলেট বিলি করলেন। হেঁটে জনসংযোগ সারার সময় স্কুল ফেরত পড়ুয়াদের তো বটেই, পাহাড় ঘুরতে আসা পর্যটকদেরও দেদার চকলেট উপহার দেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, এদিন ম্যালকে ঘিরে থাকা কোনও দোকানে চকলেট বলে কিছুই ছিল না!
পাহাড়ে দাঁড়িয়ে এদিন নিজের পরবর্তী সফরের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্মারক বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তা হিসেবে আমন্ত্রণ জানাতে আগ্রহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নানান ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। কিন্তু এবার আমন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে মনস্থির করেছেন। এদিন মমতা বলেন, ‘আগামী বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পরই অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ রক্ষা করব। সেখানে যাব।’ দার্জিলিংয়ে এবার হর্নবিল উৎসবের ধাঁচে আন্তর্জাতিক রক ফেস্টিভ্যালের আয়োজন করছে জেলা পুলিস এবং জিটিএ। এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তের সেরা রক ব্যান্ডগুলি অংশ নেবে। ১৯ ডিসেম্বর কলকাতায় বড়দিনের উৎসব সূচনার দিন ভার্চুয়ালি ওই ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।