পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি জয়নগরের ধোসা এলাকায়। তাঁর মা ওই এলাকাতেই একটি দোকান চালান। কিন্তু কী করে জয়নগর থেকে সে বারুইপুরে চলে এল? সেই প্রশ্নে নাবালিকা প্রথমে অন্য গল্প বললেও পরে জানায়, মায়ের বকুনির জেরে সে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। তারপর গোচরণ স্টেশন থেকে ট্রেনে চাপে। বারুইপুর স্টেশনে নেমে রাস্তায় ঘুরছিল। কিছু দীর্ঘক্ষণ কিছু খাওয়া না হওয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়। পুলিস জানিয়েছে, ওই নাবালিকা মানসিকভাবে অসুস্থ। তার সঙ্গে প্রেমিকের কোনও কারণে ঝামেলা হয়েছিল। তা মা জানতে পেরে বকুনি দিয়েছিলেন। এর আগেও সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। সেবার জয়নগরের ধোসা ক্যাম্পের পুলিস তাকে উদ্ধার করেছিল।