পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
ন’বছরের ফ্রেয়া আর পাঁচবছরের জ্যাকসন বাবা-মায়ের সঙ্গে নরওয়ের পাহাড় দু’হাজার ফুটের দেওয়াল চড়ে উঠেছে। তাদের সেই রোমহর্ষক কাহিনি দেখানো হবে ‘টু পয়েন্ট ফোর’ ছবিতে। আর্মেল কোর্টিয়াস আর মার্টিন থমাস পৃথিবীর উচ্চতম গ্লেসিয়াল লেকে কাইটসার্ফিংয়ের রোমহর্ষক দৃশ্য দেখা যাবে ‘ওয়ান ডিগ্রি পেরু’ ছবিতে। ক্লাস উইলিয়ামস নামের এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে চিকিত্সকরা বলেছিলেন, ২৫ বছর পর্যন্তই বাঁচতে পারবেন তিনি। কিন্তু তারও দশবছর বাদে রক ক্লাইম্ব করে চোখ ধাঁধিয়ে দিলেন তিনি। তাঁর কাহিনি দেখা যাবে ‘স্টিল এলাইভ’ ছবিতে। এভাবেই কেউ আগ্নেয়গিরির লাভাকে ধাওয়া করছেন। এরকমই সব অ্যাডভেঞ্চারের ছবি থাকবে এই চলচ্চিত্র উত্সবে। এই ছবিগুলো নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে পদ্ধতি। কলকাতায় এই চলচ্চিত্র উত্সবের আয়োজন করছে ড্রিম ওয়ান্ডারলাস্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও মুম্বইয়ের হিমালয়ান ক্লাব। এনজিওর তরফে নীলাঞ্জন পাত্র বলছিলেন, ‘সারাবছর পৃথিবীজুড়ে যেসব বিখ্যাত অ্যাডভেঞ্চার নিয়ে ছবি হয়, সেগুলি জমা পড়ে ক্যানাডার বাফে। সেখানে একটা চলচ্চিত্র উত্সব হয়। ওখানকার পুরস্কৃত ছবিগুলোর ওয়ার্ল্ড ট্যুর হয়। এবছর ছবিগুলো কলকাতায় দেখানো হচ্ছে।’ টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ওই টিকিট কেটেই সারাদিন সবক’টি ছবি দেখা যাবে। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে হয়েছিল। মাঝে করোনার জন্য হয়নি। তরুণদের প্রজন্মের কাছে অ্যাডভেঞ্চার বিষয়ে কৌতূহল গড়ে তোলাই উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।