কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
জানা গিয়েছে, আজ শুক্রবার অফিস টাইমে একটি মিনিবাস হাওড়া থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিল। বড়বাজারে কলাকার স্ট্রিট ও এমজি রোডের সংযোগস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ে বাসটি। ফলে সেই সময় ফুটপাত দিয়ে যাওয়া ৪ জন মহিলা আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। কোনও কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।
প্রসঙ্গত, মাত্র ১১ দিন আগেই কলকাতাতেই বিধাননগরের তেলেঙ্গাবাগানের কাছে এক পথচারীকে ধাক্কা দিয়েছিল একটি বেসরকারি বাস। সেই দুর্ঘটনাতেও মৃত্যু হয়েছিল পথচারীর। এরপর থেকেই সতর্ক ছিল পুলিস। কিন্তু তা সত্ত্বেও একেবারে অফিস টাইমে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা, যা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।