কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি ও ১৩ ডিগ্রির আশেপাশে। গতকাল এই তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৩ ডিগ্রি ও ১৩ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় নীচে। আগামী ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, আগামী দু’দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে কিছুটা হলেও পারা চড়তে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রবিবার থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ফলে পৌষ সংক্রান্তির দিনে কতটা ঠান্ডা থাকবে তা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত বজায় থাকবে বলে জানানো হয়েছে।