কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বলাগড়ের সোমড়া ২ নম্বর পঞ্চায়েতের ঘোষপুকুর মোড়ে একটি চারচাকার গাড়িতে বসে মোটর ভেহিকেলস অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক। সন্দেহ হওয়ায় বলাগড় থানায় গিয়ে বিষয়টি জানান এক ট্রাক ড্রাইভার। বলাগড় থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই তিন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা যে ভুয়ো, তা স্বীকার করে নেয়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। হুগলি পুলিসের এক কর্তা বলেন, ‘অভিযুক্তদের কাছ থেকে পাওয়া কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।’