কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, রাতের অন্ধকারে দৃশ্যমানতা স্পষ্ট হওয়ার প্রয়োজন। বেশি পরিমাণ আলো থাকলে যানবাহন চলাচলে সুবিধা হয়। নিরাপত্তার ক্ষেত্রেও প্রয়োজন পর্যাপ্ত আলোর। কলকাতা এয়ারপোর্ট থেকে উল্টোডাঙা পর্যন্ত বিস্তৃত ভিআইপি রোড। এটি শহরের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা। দিনের বেলা তো বটেই রাতভর গাড়ির চাপ থাকে। এই রাস্তায় থাকা ভেপার ল্যাম্পগুলি অনেক বছর আগে বসানো হয়েছিল। সম্প্রতি স্পষ্ট দেখার ক্ষেত্রে সমান্য হলেও সমস্যা তৈরি হচ্ছিল। সেই সমস্যা কাটাতে এলইডি বসানোর পরিকল্পনা হয়। প্রকল্প বাস্তবায়িত করতে টাকাও বরাদ্দ হয়। তারপর টেন্ডারের কাজ শেষ করে বসেছে আলো। জ্বালানো হচ্ছে নতুন এলইডি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ভেপার আলো পর্যাপ্তই ছিল। তবে এলইডি দেওয়াতে তা বহুগুণ বেড়ে গিয়েছে। রাতের বেলায় যাঁরা হেঁটে রাস্তা পারাপার করেন, তাঁদের উপকার হয়েছে। সবকিছু আরও পরিষ্কার দেখা যাচ্ছে।’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এয়ারপোর্ট থেকে উল্টোডাঙা প্রায় ১১ কিলোমিটার রাস্তা। এর দু’দিকে যতগুলি ল্যাম্পপোস্ট ছিল সেখানে ভেপার সরিয়ে এলইডি বসানো হয়েছে। আলোগুলি বদল করা হয়েছে। বর্তমানে অধিকাংশ আলো জ্বলছে। তবে হাতে গোনা কয়েকটি ল্যাম্পপোস্টের এলইডি জ্বলতে সপ্তাহ দু’য়েক আরও লাগবে। সেখানে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ চলছে। পুরনোগুলি খুলে নতুন করে হচ্ছে। ভিআইপি রোড থেকে চিনার পার্কের রাস্তার দিকেও কিছু পুরনো ভেপার ল্যাম্প ছিল। এই প্রকল্পে ওই রাস্তার ভেপারগুলিও বদলে এলইডি বসানো হয়েছে।