গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
শুক্রবার শ্রীরামপুরের ডেনিস ট্যাভার্নে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সেন্ট ওলাভ চার্চের ফাদার সহ বিশিষ্টদের নিয়ে বৈঠক করেন পুরকর্তারা। সেখানে পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং (পাপ্পু) সহ অন্যান্য পুরকর্তারা উপস্থিত ছিলেন। ঐতিহ্য ও বাণিজ্যের ইতিহাস স্মরণে ওই উৎসবের দায়িত্ব পুরসভার পক্ষ থেকে সন্তোষ সিংকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এ দেশে সরাইখানার ধারণা ছিলই। কিন্তু সাবেক দিনেমার কলোনির গঙ্গাপাড়েই আধুনিক রেস্তরাঁর জন্ম। তার ইতিহাস ধরে রেখেছে ডেনিস ট্যাভার্ন। সেই সঙ্গে আছে সেন্ট ওলাভের মতো সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী চার্চ। আমরা বাণিজ্য ও ঐতিহ্যের ওই দুই স্মারককে সামনে রেখে উৎসব করব। বড়দিন ও ইংরেজি নতুন বছরকে ঘিরে পার্ক স্ট্রিটের উন্মাদনাকে শ্রীরামপুরে এনে ফেলতে চাই।’ পুরসভার চেয়ারম্যান বলেন, ‘শিল্পসংস্কৃতি থেকে চার্চ, নতুন বছর উদযাপন থেকে ঐতিহ্য, সমস্তটাকে আমরা একটা মোড়কে ধরতে চাইছি। তাই ১২ দিনের মেগা উৎসব উপহার দেওয়ার পরিকল্পনা হয়েছে।’
সাবেক দিনেমার কলোনি শ্রীরামপুরে ঐতিহ্যের অবহেলা কম হয় না। আবার ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াসও আছে। সেই প্রচেষ্টাতেই দিনেমার গর্ভনর হাউস, সেন্ট ওলাভ চার্চ, ডেনিস ট্যাভার্নকে সাজিয়ে তোলার কাজে শহরের মানুষ, পুরসভা উদ্যোগ নিয়েছে। সদ্য উপনিবেশীয় সময়ের হাট সংস্কৃতি স্মরণে গঙ্গাপাড়ে পোষ্য পশুপাখির হাট চালু হয়েছে। আর এবার পার্ক স্ট্রিটকে সামনে রেখে বাণিজ্য ও ঐতিহ্যের মেগা উৎসবের উদ্যোগে মাতোয়ারা শ্রীরামপুর। নিজস্ব চিত্র