চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
বৃহস্পতিবার সকাল শুরু হয়েছিল জগদ্ধাত্রীর ভাসান দিয়ে। বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে ভাসান হয়েছে। ছিল পুলিস ও প্রশাসনের নিরাপত্তা। তবে শহরজুড়ে অপেক্ষা ছিল রাতের শোভাযাত্রার আলোর মায়াজালের। সন্ধ্যা থেকেই জমাট বাধতে শুরু করে ভিড়। রাত যত বেড়েছে শহর এসে জমাট বেঁধেছে শোভাযাত্রার জন্য নির্ধারিত রাস্তার দু’ধারে। রাত সাড়ে আটটায় কিছু পরে শুরু হয়েছিল শোভাযাত্রা। মনোহর প্রতিমা থেকে অনিন্দ্যসুন্দর আলোয় সেজে একটা করে লরি এসেছে আর উৎসাহে, উল্লাসে ফেটে পড়েছে মানুষ। রাত গভীর হয়েছে, বেড়েছে গর্জন। শেষপর্বের আনন্দ উদযাপন ঘিরে ভিড়ের ইঙ্গিত ছিলই। তাই ছিল জমাট পুলিসি নিরাপত্তা। জলপথেও ছিল কড়াকড়ি। জেলা প্রশাসন জানিয়েছে, বিকেল পর্যন্ত ভাসানপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গভীর রাত পর্যন্ত শোভাযাত্রাও হয়েছে।