চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
বৃন্দাবনে রাস উৎসব যে নিয়মরীতি মেনে হয় রায়চৌধুরীদের রাসও সে নিয়মেই হয়ে আসছে। এ বাড়ির ভিতর নাটমন্দির। সেখান থেকে রাধাকৃষ্ণকে দশজন বাহক কাঁধে তুলে শোভাযাত্রা করে নিয়ে আসেন রাসমঞ্চে।
পুজোর পর বাজি ফাটানো হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। পরিবারের সদস্য অমিয়কৃষ্ণ রায়চৌধুরী বলেন, ‘জমিদারি চলে গিয়েছে। কিন্তু ইতিহ্য মেনেই বংশপরম্পরায় সব কিছু হচ্ছে।’ তিনি জানান, প্রথম দিন ঠাকুরের রাখাল বেশ। দ্বিতীয় দিন তিনি নটবর। তৃতীয় দিন রাজবেশ পরিয়ে রাস মাঠের রাসমঞ্চে নিয়ে আসা হয়। এখন মঞ্চ সাজিয়ে তোলার কাজ চলছে।
এবার মেলার আকর্ষণ হয়ে উঠেছে সার্কাস। মেলা চলে একমাস। গাছ-গাছালির দোকান থেকে জিলিপি-বাদাম, গৃহস্থালির সরঞ্জামের দোকান বসে। ইতিমধ্যেই দোকানপাট বসার প্রস্তুতি চলছে। সার্কাসের তাঁবু ফেলার কাজ চলছে। সার্কাসের কর্মকর্তা সাদিক রহমান ও নুর হোসেন মণ্ডল বলেন, ‘এবার সার্কাসে ৬৫ জন কলাকুশলী আছেন। ১৩ জন মণিপুরি ছেলে-মেয়ে আছেন। তাঁরা জিমন্যাস্টিকের খেলা দেখিয়ে দর্শকদের মন ভরাবেন। তিন জন জোকার মজার খেলা দেখাবেন।