চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
বসিরহাট থানার ইটিন্ডা-পানিতোর গ্রাম পঞ্চায়েতের নাকুয়াদহর বাসিন্দা বছর পঁয়তাল্লিশের আনন্দ সরকার ছোটখাট দোকান ও জমিজমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত সোমবার রাত ১০টা নাগাদ তিনি বাড়িতেই ছিলেন। সেই সময় তাঁকে ফোন করে এক ব্যক্তি বাইরে ডাকে। বাড়ির লাগোয়া একটি মাঠে তাঁকে নিয়ে গিয়ে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আনন্দ এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর ফোনের কললিস্ট ধরে ‘সুপারি কিলার’ ফারুক বিশ্বাস ও জাকির গাজিকে গ্রেপ্তার করে পুলিস। তারা ‘শার্প শ্যুটার’ বলে পরিচিত, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। তাদের নামে অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এক বিঘা জমি নিয়ে আনন্দের সঙ্গে এক জমি কারবারির অশান্তি চলছিল। তাই পথের কাঁটা আনন্দ সরকারকে খুন করে রাস্তা সাফ করার চেষ্টা করছিল সে। একারণেই এই দুই ‘সুপারি কিলার’কে ভাড়া করা হয়েছিল। গত রবিবার খুনের বরাত পাওয়ার একদিনের মধ্যেই আততায়ীরা তাদের লক্ষ্য পূরণ করে। খুনের জন্য ওই জমি কারবারির সঙ্গে ফারুক ও জাকিরের এক লক্ষ টাকার চুক্তি হয়েছিল। তারা কিছু টাকা অগ্রিমও পেয়েছিল। কথা ছিল, ‘অপারেশন’ হয়ে গেলে মিলবে বাকি টাকা। তার আগেই পুলিসের জালে ধরা পড়ে যায় তারা।
জানা গিয়েছে, দুই আততায়ীই আনন্দের কমবেশি পরিচিত। যে আনন্দকে ফোন করে ডেকেছিল, সেও তাঁর ঘনিষ্ঠ ছিল। যাতে আনন্দের পরিবার তাদের সহজে সন্দেহ করতে না পারে। কিন্তু ফোন কলই কাল হল। ওই ফোনের সূত্র ধরেই দুই ‘সুপারি কিলার’কে ধরা গিয়েছে। বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ। এখনই এ নিয়ে কিছু বলা যাবে না। তবে মোবাইল উদ্ধারের পাশাপাশি যে বন্দুক থেকে গুলি করা হয়েছে, সেটি উদ্ধার করা গিয়েছে। যে জমির কারবারি ‘সুপারি কিলার’দের ভাড়া করেছিল, তার খোঁজ চলছে।