বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মোদি-রাজে ডুবেছে ব্যাঙ্কের ১৪ লক্ষ কোটি,   আরটিআইয়ের জবাবে তোলপাড়

নয়াদিল্লি: ২০১৪ থেকে ২০২৪— দীর্ঘ এক দশক দেশের মসনদে নরেন্দ্র মোদি। ‘আচ্ছে দিনে’র প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। কতটা পূরণ হয়েছে সেই আশ্বাস? জবাবে মাথা তুলে দাঁড়িয়ে একরোখা মূল্যবৃদ্ধি। ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণে সুদের হার বা রেপো রেট কমানোর কথা ভাবতেও পারেনি আরবিআই। ফলে গাড়ি-বাড়ির ঋণের কিস্তিতে কোনওভাবেই স্বস্তি মিলছে না মধ্যবিত্তর। কিন্তু এই পরিস্থিতির মধ্যে রাঘববোয়ালদের ঋণ মকুবে কোনও খামতি নেই। আর তার সুবাদেই গত ১০ বছরের মোদি জমানায় সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি হারিয়েছে প্রায় ১৪ লক্ষ কোটি টাকা। বিরোধীদের অভিযোগ নয়, তথ্যের অধিকার আইনে (আরটিআই) করা প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান সামনে এনেছে খোদ রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে, ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৬ লক্ষ ৬১ হাজার ৩১০ কোটি টাকার অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুখে ফেলেছে দেশের ব্যাঙ্কগুলি। এই পদ্ধতির পোশাকি নাম ‘রাইট অফ’। বিপুল পরিমাণ এই অনাদায়ী ঋণের যৎসামান্যই উদ্ধার করা গিয়েছে। অঙ্কটা মাত্র ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৫ কোটি টাকা। অর্থাৎ, মাত্র ১৬ শতাংশ, যা সিন্ধুতে বিন্দুসম! বাকি ১৩ লক্ষ ৯১ হাজার ৫১২ কোটি টাকাই ডুবে গিয়েছে।
নাগরিক অধিকার আন্দোলনকর্মী প্রফুল্ল পি সারদার দায়ের করা আরটিআইয়ের জবাবেই এই তথ্য সামনে এসেছে। আরবিআই জানিয়েছে, গত দশ বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিই সবচেয়ে বেশি ঋণ রাইট অফ করেছে। এর পরিমাণ ১২ লক্ষ ৮ হাজার ৬২১ কোটি টাকা। বেসরকারি ব্যাঙ্কগুলির ৪ লক্ষ ৪৬ হাজার ৬৬৯ কোটি টাকা ও আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কগুলির ৬ হাজার ২০ কোটি টাকাও আর হিসেবের খাতায় নেই। বলাই বাহুল্য, মকুব করা এই টাকার বেশিরভাগই কর্পোরেট ঋণ। এই অঙ্ক যে কতটা বিপুল, তা একটি তথ্য থেকেই স্পষ্ট হয়ে যাবে। চলতি অর্থবর্ষে এপর্যন্ত সরকার প্রত্যক্ষ কর বাবদ ১৬ লক্ষ কোটি টাকা আয় করেছে। প্রায় তার সমান অর্থই হারিয়েছে ব্যাঙ্কগুলি গত ১০ বছরে। প্রধানমন্ত্রী মোদি কথায় কথায় যে ইউপিএ সরকারকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’ বলে মুণ্ডপাত করেন, তাদের আমলেও ব্যাঙ্কগুলির মকুব করা অনাদায়ী ঋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকা। এখানেই শেষ নয়, গত ১০ বছরে স্বাস্থ্য খাতে খরচ হওয়া বাজেট বরাদ্দও ব্যাঙ্কগুলির মকুব করা অনাদায়ী ঋণের তুলনায় অর্ধেকেরও কম।
সরকারের দাবি, ‘অনাদায়ী এই অর্থ আদায়ের প্রক্রিয়া চলবে।’ তাহলে কেন এই বিপুল পরিমাণ ঋণ ‘রাইট অফ’ করেছে ব্যাঙ্কগুলি? লক্ষ্য একটাই, ব্যাঙ্কের ব্যালান্স শিটে ‘নন-পারফর্মিং অ্যাসেট’ (এনপিএ) বা অনুৎপাদক সম্পদ কম দেখানো। ঋণ নিয়ে বছরের পর বছর শোধ না করায় ব্যাঙ্কের ঘাড়ে যে আর্থিক বোঝা চাপে, সেটাই এনপিএ। মোদি সরকারের বরাবরের দাবি, তাদের আমলে ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য ভালো হচ্ছে এবং এনপিএ কমছে। কিন্তু সেই প্রচারের আলোর নীচের অন্ধকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই আরটিআই-জবাব। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আকস্মিক মাথার যন্ত্রণায় বিব্রত হতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা