দেশ

কুয়াশায় বিপর্যস্ত দিল্লি! ২০০টি বিমানের দেরিতে উড়ান, ঘণ্টার পর ঘণ্টা লেট ট্রেনও

নয়াদিল্লি, ৩ জানুয়ারি: আরও এক শীতের মরশুম। আর ফের কুয়াশার দাপটে বিপর্যস্ত রাজধানী। নতুন বছরের তৃতীয় দিনেই বিস্তর ভোগান্তিতে দিল্লিবাসী। পাশাপাশি সমস্যায় পড়েছেন দিল্লির উদ্দেশে যাওয়া যাত্রীরাও। কারণ, ব্যাপক কুয়াশার কারণে লেট চলছে প্রচুর ট্রেন এবং দেরি করে উড়ান নিয়েছে কমপক্ষে ২০০টি বিমানও।
গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লিতে কুয়াশার দাপট দেখা গিয়েছে। কিন্তু আজ, শুক্রবার এই মরশুমের সর্বাধিক কুয়াশায় ঢেকে গিয়েছে শহর। অবস্থা এমন যে, সকাল ৯টার পরেও গাড়ি চালানোর সময় চালকেরা জরুরি আলোর সাহায্য নিচ্ছিলেন। গাড়ি চালকদের বক্তব্য, এতই কুয়াশা যে কখন রাস্তায় বাঁক আসছে তাই বোঝা দুষ্কর।
শুক্রবার সকালে রেলের দেওয়া তথ্য মোতাবেক, কুয়াশার কারণে দেরিতে চলছে কমপক্ষে ২৪টি ট্রেন। যে তালিকায় রয়েছে ফারাক্কা এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেসের মতো নামও। অন্যদিকে, দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় শূন্য থাকায় ভোর থেকে এখন পর্যন্ত দেরিতে চলছে প্রায় ২০০-র বেশি বিমান। তবে এখন পর্যন্ত কোনও ট্রেন বা বিমান কুয়াশার কারণে বাতিল করা হয়নি।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৮ ডিগ্রির আশেপাশে। আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়বে। ৭ জানুয়ারি পর্যন্ত দাপট দেখাবে কুয়াশাও। পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দিল্লির একাধিক এলাকায় হতে পারে বৃষ্টিও।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা