দেশ

আধাসেনার সঙ্গে থাকবে পুলিসও,  কাল ভোট, তৃণমূলের  চাপে ‘সক্রিয়’ কমিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী কাল, বুধবার অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলারও ছয় বিধানসভা আসনে উপ নির্বাচন। তার আগে বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রবল চাপে অবশেষে ‘সক্রিয়’ ভূমিকায় নির্বাচন কমিশন। তড়িঘড়ি নেওয়া হল ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্য পুলিসও। সিএপিএফের (সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্স) কোম্পানি কমান্ডারের নেতৃত্বে গঠিত কুইক রেসপন্স টিমে রাজ্য পুলিসের এএসআই অথবা এসআই স্তরের একজনকে রাখতে হবে। সোমবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে চিঠি দিয়ে একথা জানিয়ে দিল কমিশন। তাদের দাবি, স্টেট পুলিস নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটরকে বিষয়টি রবিবারই জানিয়ে দেওয়া হয়েছে।
এদিন বিকেলে পাঁচটায় উপ নির্বাচনের প্রচার পর্ব শেষ হয়েছে। সুষ্ঠ এবং নির্বিঘ্ন ভোটগ্রহণের লক্ষ্যে রাজ্যে নজরদারি চালাচ্ছে কমিশনের পাঠানো কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাদেরই একাংশ নিরপেক্ষ দায়িত্ব পালন না করে বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাফেরা করছে বলেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এমনকী তাদের আরও দাবি, কেন্দ্রীয় বাহিনীর ওই ‌জওয়ানরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছে। সেই কারণে গত শনিবারই কমিশনের কাছে সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূল। তাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের সদর দপ্তরেও আসেন। কিন্তু তিন কমিশনারের কেউই সেখানে হাজির ছিলেন না। ভোট পর্বেও কমিশনের অফিস কার্যত ফাঁকা থাকায় সমালোচনার সুর চড়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। আর তার পরেই কমিশন সক্রিয় হয়েছে বলেই ওয়াকিবহাল মহলের মত। 
এদিন দুপুর সাড়ে তিনটের সময় তৃণমূলের প্রতিনিধিদের সাক্ষাতের সময় দিয়েছিল কমিশন। অর্থাৎ, প্রচার পর্ব শেষের মাত্র দেড় ঘণ্টা আগে! তাই  বিষয়টিকে আদতে তামাশা বলেই তোপ দেগেছে তৃণমূল। ডেরেক বলেন, কমিশনের এই অবস্থানই প্রমাণ যে, তারা নিরপেক্ষ নয়। পক্ষপাতদুষ্ট। গণতান্ত্রিক দেশের জন্য এটা মোটেই ভালো নয়। তাই এদিন ফের কমিশনকে নিজের দায়িত্বের কথা মনে করিয়ে চিঠি দিয়েছেন তিনি। 
যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে কমিশনের পক্ষে সচিব রাকেশ কুমার পাল্টা চিঠি দিয়েছেন ডেরেককে। কমিশন কতটা সক্রিয়, তার ব্যাখা দেওয়া হয়েছে ওই চিঠিতে। বলা হয়েছে,কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে তৃণমূলের অভিযোগ পাওয়ার ২০ ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার স্টেট লেভেল ফোর্স ডেপ্লয়মেন্ট কমিটি, স্টেট পুলিস নোডাল অফিসার এবং স্টেটের সিএপিএফের কোঅর্ডিনেটরের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এবং সেখানেই ঠিক হয়েছে, আধা সেনার সঙ্গে থাকবে পুলিসও। ফলে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে কমিশন যে ব্যাপক চাপে, তা বলাই বাহুল্য।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা