দেশ

আত্মজীবনীতে বিস্ফোরক সাক্ষী

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার প্রতিবাদে সরব হয়েছিলেন কুস্তিগীররা। কেন এই প্রতিবাদ? ব্রিজভূষণের কুকীর্তির অনেকটাই আড়ালে ছিল এতদিন। এবার সেই ঘটনাই সামনে আনলেন ওলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিক। সৌজন্যে সাক্ষীর আত্মজীবনী ‘উইটনেস’। সেখানেই ধরা পড়েছে ২০১২ সালের একটি ঘটনা। সাক্ষী জানিয়েছেন, কাজাকস্তানের আলমাটিতে সেবার বসেছিল এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ। ৬৩ কেজি বিভাগে সেবার স্বর্ণপদক জেতেন সাক্ষী। এটাই ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক পদক। সেই পদক জয়ের পর পরিবারের সঙ্গে কথা বলতে ব্রিজভূষণের ঘরে গিয়েছিলেন সাক্ষী। সাক্ষীর বাবা-মাকে জানতেন ব্রিজভূষণ। পারিবারিক সম্পর্কের কারণে ব্রিজভূষণকে কখনও সন্দেহ করেননি সাক্ষী। সেটা ছিল চরম ভুল।
ব্রিজভূষণ বিরোধী প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন সাক্ষী, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা। ভিনেশের বোন ববিতার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন সাক্ষী। সাক্ষীর কথায়, ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের জড়ো করার প্রাথমিক কাজটি করেছিলেন ববিতা ফোগাট। সাক্ষীর মতে, নিজের স্বার্থেই এই কাজ করেছিলেন ববিতা। ব্রিজভূষণকে সরিয়ে তিনিই ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান হতে চেয়েছিলেন। ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার বিরুদ্ধেও বিরূপ মন্তব্য করেছেন সাক্ষী।  বলেছেন, ওরা লোভী। এ প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক ভিনেশ বলেন, ‘কীসের লোভের কথা বলছেন সাক্ষী, তা ওঁকেই জিজ্ঞাসা করুন। দেশের হয়ে পদক আনা যদি লোভ হয়, তবে সেই লোভ স্বাগত।’ আর বজরঙের প্রতিক্রিয়া, ‘সাক্ষী যা বলেছেন, সেটা ওঁর মত। উনি আমার বন্ধুই থাকবেন।’
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোন শাখার পেশাদারি উচ্চশিক্ষায় শুভ দিন। বিশেষ কোনও কারণে ভ্রমণ পরিকল্পনায় বাধা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা