দেশ

রাজকোষ ভরাচ্ছে বেসরকারিকরণের তাালিকায় থাকা সরকারি সংস্থাগুলি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক, তারাই দুঃসময়ে সরকারের আর্থিক ঘাটতি সামাল দিচ্ছে। এই প্রবণতা চলছে লাগাতার। চলতি আর্থিক বছরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার লভ্যাংশ বাবদ কেন্দ্র আয় করবে বলে ভেবেছিল ৫৬ হাজার কোটি টাকা। কিন্তু ব্যবসা এবং আয়ের প্রবণতা থেকে স্পষ্ট, তা বেড়ে হবে ৬০ থেকে ৬৫ হাজার কোটি টাকা। সরকারি সংস্থা থেকে বিগত আর্থিক বছরে লভ্যাংশ হিসেবে কেন্দ্র পেয়েছিল ৬৩ হাজার কোটি টাকা। ২০২২ সালে পেয়েছিল ৫৯ হাজার কোটি টাকা। 
২০২৪-২৫ আর্থিক বছরের ১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি থেকে লভ্যাংশ বাবদ কেন্দ্র পেয়েছে ২৮ হাজার কোটি টাকা। এই প্রবণতা থেকেই অর্থমন্ত্রক আশা করছে আগামী মার্চ পর্যন্ত সময়সীমায় ওই আয় ৬৫ হাজার কোটি টাকাও স্পর্শ করতে পারে। উল্লেখযোগ্য হল, বেসরকারিকরণের তালিকায় থাকা একঝাঁক সংস্থাগুলি সবথেকে বেশি লভ্যাংশ দিয়েছে। সবথেকে বেশি লভ্যাংশ দেওয়া পাঁচটি সংস্থা হল, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান জিঙ্ক, টেলিকম কনসালট্যান্ট, ভারত পেট্রলিয়াম এবং কোল ইন্ডিয়া। এর মধ্যে হিন্দুস্তান জিঙ্ক, কোল ইন্ডিয়া, ভারত পেট্রলিয়াম দীর্ঘদিন ধরেই বিলগ্নিকরণের তালিকায়। অবশ্য সম্প্রতি ভারত পেট্রলিয়ামকে ওই তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোন শাখার পেশাদারি উচ্চশিক্ষায় শুভ দিন। বিশেষ কোনও কারণে ভ্রমণ পরিকল্পনায় বাধা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা