দেশ

উপ নির্বাচনের ফল দেখে ছাব্বিশের প্রস্তুতি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসে বাংলার ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই আদতে লুকিয়ে আছে দেড় বছরের মাথায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মন্ত্রগুপ্তি! অন্তত এমনই মনে করছে বিজেপি। আর তাই বাংলার ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফল খতিয়ে দেখে ২০২৬ সালের ভোটের আঁচ পেতে চাইছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে জানানো হয়েছে, ওই উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হলেই বঙ্গ বিজেপির কোর টিমকে দিল্লিতে ডাকতে চলেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটের প্রাথমিক রণকৌশল গ্রহণের কাজ আগামী নভেম্বর মাস থেকেই শুরু করে দিতে চাইছেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা। তবে তার আগেই সম্ভবত পরিবর্তন হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি পদে। বিজেপির সাংগঠনিক নির্বাচন হবে ডিসেম্বর মাসে। তখনই রাজ্য বিজেপি সভাপতি পদে সুকান্ত মজুমদার এবং দলের সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার পরিবর্তন হতে চলেছে। এমনই জানানো হয়েছে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় সূত্রে। 
দেড় বছরের মাথায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে ছ’টি কেন্দ্রের উপনির্বাচনকে তাই ‘লিটমাস টেস্ট’ হিসেবেই মানছে গেরুয়া শিবির। সেইমতোই বঙ্গ বিজেপিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ বিজেপির এক নেতা বলেন, কেন্দ্রীয় পার্টি যাই বলুক না কেন, এটা মেনে নিতে হবে যে যেকোনও রাজ্যের উপনির্বাচনেই সংশ্লিষ্ট শাসক দলই এগিয়ে থেকে শুরু করে। কাজেই এই উপনির্বাচনের ফলাফলের উপর সবটা নির্ভর করবে না। তবে দলের ফাঁকফোকরগুলো আরও একটু স্পষ্ট হবে। তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোন শাখার পেশাদারি উচ্চশিক্ষায় শুভ দিন। বিশেষ কোনও কারণে ভ্রমণ পরিকল্পনায় বাধা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা